মুন্সীগঞ্জে নাগরদোলায় চড়ে কিশোরের মৃত্যু
মুন্সীগঞ্জ পৌরসভা আয়োজিত নব্বান্ন মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে রবিউল (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নাগরদোলার পাশের খুঁটির সঙ্গে আঘাত পেয়ে তার মৃত্যু হয় বলে জানায় শিশুটির স্বজন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
কিশোরের মামা মো. মনির হোসেন ঢাকাটাইমসকে জানান, সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে নবান্ন মেলায় যায় রবিউল। নাগরদোলায় উঠলে সেখানে পাশের খুটিঁর সঙ্গে প্রচণ্ড জোরে মাথায় আঘাত পায়। পরে নাগারদোলা থামালে রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিব ইবনে আব্দুল্লাহ জানান, কিশোর রবিউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু ঘটে।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)মন্তব্য করুন