মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৪

সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে ইমাম পরিষদ। শুক্রবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

এসময় কয়েক হাজার মানুষ রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদ করে বোয়ালমারী বাজার ১৫ মিনিটের জন্য সকল যানচলাচলসহ সকল ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেয়।

জুমার নামাজ শেষে স্থানীয় বায়তুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে এই সব কর্মসূচিতে অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন- ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবুল হাসান।

বক্তারা মিয়ানমারে মুসলিম নারী শিশুসহ নির্বিচার গণহত্যার তীব্র প্রতিবাদ জানান। জাতিসংঘের মাধ্যমে দ্রুত এই হত্যা বন্ধেরও দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :