মুন্সীগঞ্জ শ্রীনগরে লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়নের বীবন্দী গ্রামে মো. ইদ্রিস মোল্লা নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীনগর থানার উপ-পরিদর্শক নুরুল কাদির সৈকত জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
পরিবারের লোকদের কাছে জানা যায়, ভোরে কাউকে কিছু না বলেই ইদ্রিস মোল্লা বাসা থেকে বের হন। পরে খবর আসে রাস্তার পাশে লাশ পড়ে আছে।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন