সিংড়ায় বিআরটিসি বাসচাপায় দুই জন নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:২৭ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২০

নাটোরের সিংড়ায় বিআরটিসির বাস চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার জোলার বাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নাটোরগামী বিআরটিসি বাস অপর দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের আরোহী ৭০ বছর বয়সী জাহিদা বেগম এবং ভ্যান চালক ৪০ বছর বয়সী আবু কালাম প্রামাণিক ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জাহিদা বেগম সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার মৃত তায়েজ উদ্দিনের স্ত্রী ও চালক আবু কালাম প্রামানিক ছোট চৌগ্রামের মৃত জনাব আলীর ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসটি আটক করা হয়েছে।

নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া অংশে প্রায়ই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে মহাসড়কটি সংস্কারে নানা উদ্যোগ নেয়া হলেও বাস্তবায়নে ধীরগতির অভিযোগ রয়েছে।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :