পুত্র সন্তানের মা হলেন কারিনা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুত্র সন্তানের মা হলেন কারিনা। বহু প্রতীক্ষিত সেইদিন এল শেষমেশ কারিনা ও সাইফের জীবনে। আজ সকালেই ভূমিষ্ঠ হয়েছে সাইফ ও করিনার প্রথম সন্তান। কারিনার বাবা রণধীর কাপুর এই খবরের স্ত্যতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।
আজ সকাল ৭.৩০ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের প্রথম সন্তান। জানা গিয়েছে করিনা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। এর আগে সাইফ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে এই সন্তানের মধ্যে অর্ধেক তিনি রয়েছেন আর অর্ধেক করিনা, এটা ভেবেই তার খুব ভাল লাগছে।
তাছাড়া সন্তানসম্ভবা অবস্থায় কারিনা বলিউড সেলিব্রিটিদের মধ্যে একেবারেই একটি নতুন ট্রেন্ডের সূচনা করেন। আগে নায়িকারা এই রকম অবস্থায় নিজেদের ঘরবন্দি করে রাখতেন। কিন্তু করিনা আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করে অত্যন্ত সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছেন মানানসই ফ্যাশনে। তার জন্য শর্মিলা ঠাকুরের প্রশংসাও পেয়েছেন।
(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এজেড)

মন্তব্য করুন