লীগপন্থীরা নারায়ণগঞ্জ নিয়ে টিভি ফাটিয়ে দিচ্ছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৩১
অ- অ+

‘আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা শয়তানের কাছে আত্মা বিক্রি করেছেন’ ‍এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচনে ‍আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে ‍এসব বুদ্ধিজীবী টেলিভিশন ফাটিয়ে দিচ্ছেন। অথচ ‍এই পুলিশ ‍ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে সিল মেরেছে তখন তারা কোথায় ছিলেন। হঠাৎ তাদের জন্য ‍এত ‍উদার হয়ে গেলেন কেন?’

রবিবার দুপুরে স্বাধীনতা ফোরাম ‍আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘লুই কানের নকশা: পাকিস্তানি পতাকার ‍আদলে স্বৈরাচারী ‍আইয়ুবের স্বপ্নের প্রতিফলন’ শীর্ষক ‍গোলটেবিল ‍আলোচনা সভায় তিনি ‍এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু তা ‍আমলে নেয়নি নির্বাচন কমিশন। হঠাৎ করে ৭২ঘণ্টা ‍আগে প্রচার বন্ধ করে দেয়া হলো। নির্বাচনের ‍আগের দিন গোটা ‍এলাকায় অনেকটা সান্ধ্য আইন জারি করা হয়েছে। তাই সবার মধ্যে প্রশ্ন ‍উঠেছে পর্দার ‍আড়ালে ‍আসলে কিছু হয়েছে কি না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে নানা খবর বের হচ্ছে। কোথাও ভোট পড়েছে ৮০ শতাংশ। কোথাও পড়েছে ২০ শতাংশ। ‍এটা কী করে সম্ভব।’

‍আশকোনার জঙ্গিবিরোধী অভিযান প্রসঙ্গে রিজভী বলেন, ‘এতদিন বললেন জঙ্গি নেই ‍এখন কোথা থেকে ‍এলো। আমরা সরকারকে বলবো কোনো নাটক বা রিহার্সেল না করে অন্যায় ও সন্ত্রাস বন্ধ করতে ‍একযোগে কাজ করি। যদিও জঙ্গি দমনে ‍আমরা সহযোগিতার কথা বলেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন ‍আমি ‍একাই দমন করবো।’

‍আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ‍আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ‍এমাজউদ্দিন ‍আহমেদ, খায়রুল কবির খোকন, ‍আবদুস সালাম ‍আজাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা