আগরতলায় বিজয় দিবসের অনুষ্ঠানে দীপু মনি

আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৩
অ- অ+

বাংলাদেশ-ভারত মৈত্রীবন্ধনকে আরও সুদৃঢ় করতে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ৪৫তম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি সেখানে পৌঁছেছেন।

আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে শুক্রবার বিকাল ৩টায় আগারতলায় পৌঁছান। এ সময় আখাউড়া-আগরতলা সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ সাখায়াত হোসেন, হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মনিরুজ্জামান, আগরতলা আরশি কথা পত্রিকার সম্পাদক শান্তানু শর্মা প্রমুখ।

পত্রিকার সম্পাদক শান্তানু শর্মা ঢাকাটাইমসকে জানান, রাজ্যের আরশি কথা পত্রিকার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স হলে ওই অনুষ্ঠান হবে। বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে সংগীত ও কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা, মুক্তিযুদ্ধবিষয়ক এক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে ডা. দীপু মনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির দাওয়াত পেলেন খালেদা জিয়া-তারেক রহমান
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা