আখাউড়া সীমান্তে ত্রিপুরামুখী লংমার্চের সমাপনী

ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধুত্বের আহ্বান, ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:১৩
অ- অ+

ঢাকা থেকে আগরতলা অভিমুখী বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাবেশ থেকে ভারতকে প্রভুত্বসুলভ আচরণ ছাড়ার পরামর্শ দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয়। ভারত প্রতিবেশী কিন্তু বন্ধু হতে পারেনি মন্তব্য করে বক্তারা সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে বেলা চারটার দিকে ঢাকা থেকে আসা লংমার্চের গাড়িবহর আখাউড়ায় স্থলবন্দর এলাকায় পৌঁছায়। তবে যানজটের কারণে সব গাড়ি বন্দর এলাকায় পৌঁছাতে পারেনি।

আজ সকালের পর দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গাড়িবহর নিয়ে আখাউড়া আসতে থাকেন। দুপুরে বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

আখাউড়া স্থলবন্দরের শেড ইয়ার্ডে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বক্তব্য দেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

ভারত বাংলদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য চক্রান্ত করছে অভিযোগ করে মোনায়েম মুন্না বলেন, ‘তারা আমাদের পানির ন্যায্য হিস্যা দেয়নি। সীমান্তে নিরীহ জনগণকে হত্যা করছে। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু মনে করি। কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌত্বের প্রশ্নে এদেশের মানুষ যেকোনো ঝুঁকি নিতে রাজি।’

এদেশের মানুষ ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আবার যদি বাংলাদেশের পতাকার অবমাননা হয় তাহলে আমরা এর কঠোর জবাব দেব।’

যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন, ‘ভারত প্রতিবেশী দেশ। কিন্তু তারা বন্ধু হতে পারেনি। তারা তিস্তার পানি না দিলেও ফেনী নদী থেকে পানি নিয়ে গেছে। স্বাধীনতার পর থেকে তারা কেবল শোষণ করে আসছে। আমরা তাদের জন্য জামদানি পাঠাই, ইলিশ পাঠাই। তারা সীমান্তে ফালানির লাশ দেয় আর দেশে ফেন্সিডিল চালান করে।’

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, মিডিয়ায় অপপ্রচার, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বুধবার এ লংমার্চ কর্মসূচির আয়োজন করে। লংমার্চ ঘিরে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূইয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/মোআ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা