জাবিতে ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ২২:১২
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের যৌথ উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয়ের ফিলসোফি স্টুডেন্ট ইউনিয়নের সহযোগিতায় এই সেমিনার হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুনির হোসেন তালুকদার এবং ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানি। সেমিনারে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ও ফিলোসফি স্টুডেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়াম্যান মোহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, আজকে যে বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়েছে তা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ইসলামকে অনুসরণ করে তারাই মুসলিম উম্মাহ। অর্থাৎ যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করে। আর যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করবে তারা অবশ্যই ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে।

তারা আরও বলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্য বিরাজ করছে। বিভেদ-বিভাজন আজ মুসলমানদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, সহিত্যকারে ইসলামী উম্মাহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তাহলেই কেবল নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণ সম্ভব। যেখানে থাকবে না কোনো সংঘাত, হানাহানি। যে সভ্যতায় কেবলই বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাহস বটে ওলিওর! পালিয়ে থেকেও দখলে নিলেন শতকোটির সম্পত্তি
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফিরছেন বাসায়
প্রথম বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা