বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২০:২৭ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:০৯

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শামসুদ্দি গ্রামের ৭নং ওয়ার্ডের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে নিবারন বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিবারন বাবু উপজেলার কোলা গ্রামের হাসান শেখ এর ছেলে। এ ব্যাপারে ওই কিশোরী বাদী হয়ে সিরাজদিখান থানায় পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গত মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদে এ বিষয়টি বিষয়টি সুরাহার জন্য বসেন গণ্যমান্যরা। ৫০ হাজার টাকা জরিমানায় বিষয়টি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে ওই কিশোরী ও তার পরিবার এই সিদ্ধান্ত মেনে নেয়নি।

কোলা ইউনিয়নের ৭,৮, ৯নং ওয়ার্ডের ইউপি সদ্যস সিমা বেগম ঢাকাটাইমসকে বলেন, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গ্রামের একটি কলা বাগান থেকে তাদের দুজনকে আটক করে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে আমার বাড়িতে রাখি। গত ২০ ডিসেম্বর এ ব্যাপারে বৈঠক হলেও বিষয়টি সুরাহা হয়নি। পরে মেয়েটি ছেলের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানায়। এ সময় ছেলের পরিবারের সদস্যরা তাকে মানসিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ করেন ওই কিশোরী।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী ঢাকাটাইমসকে বলেন, আমরা বিষয়টি সুরাহার জন্য বৈঠকে বসেছিলাম ঠিক। তবে ৫০ হাজার টাকায় মীমাংসার প্রস্তাব এটা ভিত্তিহীন।

সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর ঢাকাটাইমসকে বলেন, এ ব্যাপারে কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১৫। আমরা আসামিকে ধরার চেষ্টা চালাচ্ছি।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :