কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌ চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে বুধবার রাত তিনটা থেকে বন্ধ রয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটের নৌ চলাচল। কুয়াশার কবলে পড়ে মাঝ পদ্মায় আটকে আছে ৭টি ফেরি। ঘাটে রাত থেকে কুয়াশা ও শীতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীবাহী নৈশ কোচের যাত্রীরা।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকে এই নৌরুটে। ঘাটে আটকে আছে ৮টি নৈশকোচ। মাঝ পদ্মায়ও বেশ কয়েকটি ফেরি নোঙর করে আছে কুয়াশা কমে যাওয়ার অপেক্ষায়।
বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন