ভারতে পাচারের সময় উলিপুর সীমান্ত থেকে ৩৩৬০ লিটার ডিজেল জব্দ
কুড়িগ্রামের উলিপুর সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচারকালে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় ৩৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উলিপুর সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে ভারতে এই ডিজেল পাচার হচ্ছিল।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছে, বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উলিপুর সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এমন খবরে যাত্রাপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার (নম্বর-১০৪১) থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকার মাধ্যমে কৌশলে অবস্থান নেয়। আনুমানিক দুপুর ১২টার দিকে বিজিবি টহলদল সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকায় দুজনকে ভারতের দিকে যেতে দেখে। এসময় তাদেরকে থামানোর সংকেত দেয়া হলেও তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি টহলদল নৌকাসহ তাদেরকে আটক করে। নৌকা তল্লাশি করে ৩ হাজার ৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করা হয়েছে। ডিজেল ও নৌকার মূল্য প্রায় ১০ লাখ টাকার বেশি।
বিজিবি সূত্র বলছে, আটককৃত ব্যক্তিরা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের শমসের আলীর ছেলে মনির হোসেন এবং কুড়িগ্রামের কচাকাটা থানার কামারচর গ্রামের আলমাস আলীর ছেলে রুবেল হোসেন। তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মামলা হবে।
(ঢাকা টাইমস/১৩ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন