‘নারীর উন্নয়নে নানান কর্মসূচি নেওয়া হয়েছে’

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
| আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ২১:৪১ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৭, ১৯:৫৫

সরকার নারীদের উন্নয়নে নানান কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ভবিষ্যতে নারীদের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আরও কর্মপরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে ফরিদপুরের শহরতলীর বদরপুরে নিজ বাসভবন আফসানা মঞ্জিলে দক্ষিণ -পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নিয়োজিত এলজিএস কর্মীদের সঞ্চয়ী হিসাবের চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠী বলে কেউ থাকবে না। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কারো কাছে হাত পাততে হবে না।

এ সময় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভুঞা, সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জহিরুল ইসলামপ্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ১৬ জন নারীর মাঝে মোট প্রায় তের লাখ টাকার চেক তুলে দেন।

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :