মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ৩
মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। শুক্রবার ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিপর মাতুব্বর, হাসান মাতুব্বর। এছাড়াও আরো একজনকে মাদারীপুর সদর হাসপাতালে আনার পর মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ জানায়, সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় দ্রুতগতির ‘হানিফ পরিবহনে’র একটি বাস নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
নিহতদের মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের লাশ উদ্ধার করা গেলেও বাসটি উদ্ধার করা যায়নি।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন