রাস্তা নিয়ে বিরোধে বেপরোয়া গুলি, আহত ২০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২২:০৪ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ২২:০১

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর ওপর বেপরোয়া গুলি চালিয়েছেন এক ব্যক্তি। এতে আহত হয়েছেন ২০ জন। ওই ব্যক্তির নাম ছালামত। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত হলেও কোন পদে আছেন তা জানা যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর বাজারে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- হামিদ (৪৫), সাদ্দাম (৩২), মরজেম (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার (৪৮), দুলাল (৫০), ফরিদ (৩৮), সুজন (২৮), খবির (৪৬), রাসেল (২২), শহিদ (৪০), লিটন (২২), হাসান জর্দার (৪০), রবিউল (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল (৫০), মন্টু (৪৮), হাসান (৫০) ও মুন্তাজ (৩৮) সহ ২০ জন। তাদের স্থানীয় ক্লিনিক ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর ঢাকাটাইমসকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কামালপুর বাজারের মধ্য দিয়ে গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। ছালামত নিজেই শর্টগান দিয়ে গুলিবর্ষণ করেন। আহতদের উদ্ধার করে দৌলতপুরসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ওসি জানান, ছালামত দেশের বাইরে ছিলেন। যে শর্টগান দিয়ে গুলি করেছেন সেটা তার বৈধ অস্ত্র।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/ইএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :