খাগড়াছড়িতে আ.লীগের দুপক্ষে সংঘর্ষে নারীসহ আহত ৬

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩২
অ- অ+

খাগড়াছড়ি জেলা শহরের শালবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষে সংঘর্ষে দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন।

আহতরা হ‌লেন- সভাপতি গ্রুপের মো. মুসলিম উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও জোৎস্না বেগম এবং সাধারণ সম্পাদক গ্রুপের শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলম।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাত আটটার দিকে শালবাগান এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মুসলিম, শফিকুল, বিল্লাল ও খায়রুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের দাপটে কোণঠাসা ইংল্যান্ড
সংবিধান সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব শিহাব উদ্দীন
যে কারণে কাউন্সিল পেছালো এবি পার্টি
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন, সরকারকে ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা