খাগড়াছড়িতে আ.লীগের দুপক্ষে সংঘর্ষে নারীসহ আহত ৬
খাগড়াছড়ি জেলা শহরের শালবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষে সংঘর্ষে দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন- সভাপতি গ্রুপের মো. মুসলিম উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও জোৎস্না বেগম এবং সাধারণ সম্পাদক গ্রুপের শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলম।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাত আটটার দিকে শালবাগান এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মুসলিম, শফিকুল, বিল্লাল ও খায়রুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন