আজমির যাওয়ার পথে সড়কে প্রাণ গেল নারীসহ চারজনের

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৬ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৯

মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় শনিবার ভোরে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ছয় জন। হতাহতরা সবাই ভারতের আজমির শরিফের উদ্দেশে যশোরের বেনাপোল যাচ্ছিলেন।

নিহতরা হলেন-খোদেজা খাতুন, ছুটু বিবি, মজিরন এবং করম আলী। তাদের সবার বয়স পঞ্চাশোর্ধ্ব। আর আহতদের মাগুরা সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত জহুরউদ্দিন ঢাকাটাইমসকে জানান, ভোরে ফরিদপুর থেকে ভারতের আজমির শরিফের উদ্দেশে যশোরের বেনাপোল যাচ্ছিলেন তারা। এসময় মঘির ঢাল এলাকায় একটি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই খোদেজা খাতুন ও ছুটু বিবি মারা যায়। এবং এছাড়া ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মজিরন ও গোয়ালন্দ ফেরিঘাট এলাকার চা দোকানি করম আলী মারা যায়।

দুর্ঘটনায় আহত অন্যদেরকে মাগুরা সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

আহতদের মাধে নুর মোহম্মদ মোল্যা, রাসেল মোল্যা, ওমরের অবস্থা আশংকাজনক। হতাহতদের সবার বাড়ি ফরিদপুরের চেনাপোতা গ্রামে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই বিটুল হাসান ঢাকাটাইমসকে জানান, ‘নিহত দুই নারীর লাশ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। অন্য দুইটি লাশ ফরিদপুর সদর হাসপাতালে রয়েছে। মাইক্রোবাসচালকসহ আহতদের অধিকাংশই গুরুতর জখম হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :