কন্যা শিশুটি কার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় সোমবার সকালে আট বছর বয়সী বৃষ্টি নামে এক কন্যা শিশু পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক ধরে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে স্থানীয় ব্যবসায়ী সোহেল মিয়া শিশুটি তার হেফাজতে রাখেন।
বালুয়াকান্দি গ্রামের মোসলেম মিয়ার ছেলে ব্যবসায়ী সোহেল মিয়া জানান, ঘুরতে দেখে শিশুকে ডেকে কথা বলি এক পর্যায়ে সে জানায়, তার বাড়ি কুষ্টিয়া সদর থানার বল্লভপুর গ্রামে বাবার নাম মুহিত। সে শিল্প এলাকা টঙ্গীর বোর্ড বাজারে কোন বাসায় গৃহ কর্মীর কাজ করতো ভারি কাজসহ অতিরিক্ত খাটুনি ও নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে আসে।
সোহেল মিয়া শিশুটির বরাত দিয়ে আরো জানান, একজন ট্রাকচালক তাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। এর বেশি সে আর কিছু জানাতে পারেনি।
স্থানীয় থানা ও সমাজসেবা কার্যলয়ে মৌখিকভাবে জানানো হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেলিম রেজা ফোনে জানান, বিষয়টি জেনেছি সমাজসেবা থেকে লোক পাঠিয়ে আমরা শিশুটিকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন