ভৈরবে ফুল দেয়া নিয়ে হট্টগোল

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৫ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে হট্টগোল হয়েছে।

মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে ভৈরব পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আল আমিনের সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর গ্রুপের কবিরুজ্জামান রোমানের এই বাকবিতণ্ডা হয়।

পৌর ভারপ্রাপ্ত মেয়র মো. আল আমিন তাৎক্ষণিক উপস্থিত সাংবাদিকদের বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিবছরে মতো এবারও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। সে মুহূর্তে উপজেলা সাবেক সাধারণ সম্পাদকের সন্ত্রাসী বাহিনীর কবিরুজ্জামান রোমান তাদেরকে সবার আগে ফুল দিতে না দেয়ায় পৌরসভার কর্মকর্তা শাহনেওয়াজের হাত থেকে ফুল দেয়ার তালিকা চিনিয়ে নিয়ে যান। তিনি আরও বলেন, ‘আজকের এই ত্যাগের দিনে সন্ত্রাসী বাহিনী শহীদ মিনারকে কলঙক্তি করেছে।’ তাই এর প্রতিবাদে তিনি ফুল দেয়া থেকে বিরত থাকেন।

এ ব্যাপারে কবিরুজ্জামান রোমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :