বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৯ পদে চাকরি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জনবল নিয়োগ দেয়া হবে। সংস্থাটির নয় পদে ২২৮ জনকে নিয়োগ দেয়া হবে বলে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞাপনে উল্লেখ আছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাবরক্ষক পদে সাতজন, সহকারী শিক্ষক পদে চারজন, সহকারী হিসাবরক্ষক পদে ১৫ জন, উচ্চমান সহকারী পদে পাঁচজন, জুনিয়র শিক্ষক পদে পাঁচজন, এসবিএ-এ পদে চারজন, স্টোরকিপার-এ পদে ১১ জন, শিক্ষানবিশ পদে ১১৭ জন এবং সাহায্যকারী পদে ৬০ জনসহ মোট ২২৮ জনকে নিয়োগ দেয়া হবে।
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের জেএসসি পরীক্ষা পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতাও থাকতে হবে।
আবেদনকারীদের বয়স ৩০ মার্চ, ২০১৭ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে।জাতীয় বেতনক্রম-২০১৫ অনুসারে নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী বেতন দেয়া হবে প্রতি মাসে আট হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bpdb.gov.bd)। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। প্রার্থীরা আগামী ৩০ মার্চ, ২০১৭ পর্যন্ত আবেদনপত্র ‘পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (পঞ্চম তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।
(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি)
মন্তব্য করুন