বগুড়ায় গুলিবিদ্ধ অবস্থায় আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৩:১১

বগুড়ায় একাধিক ছিনতাই মামলার আসামি রাব্বীকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছে।

গ্রেপ্তারের সময় তার কাছে থাকা একটি রিভলবার, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার মধ্যরাতে শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকা ৩-৪ জন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়। টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এতে ছিনতাইকারী রাব্বী গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। রাব্বীর বাম পায়ের হাটুতে গুলি লেগেছে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার রাব্বীর বিরুদ্ধে তিনটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :