বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী কাল
জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ঘিওর উপজেলার জোঁকা এলাকায় খোন্দকার দেলোয়ার হোসেনের নিজ বাসভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবীর। এছাড়া এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির আরো অনেক নেতা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেঝ ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু ঢাকা টাইমসকে জানান, বৃহস্পতিবার দুপরে জোহরের নামাজ শেষে প্রধান অতিথিদের সঙ্গে নিয়ে জেলার দলীয় নেতাকর্মীরা জোঁকা এলাকায় খোন্দকার দেলোয়ার হোসেনের মাজার জেয়ারত করবেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ ঢাকাটাইমসকে বলেন, বৃহস্পতিবার আসরের নামাজ শেষে জেলার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেবেন।
প্রসঙ্গত, ২১শে পদকপ্রাপ্ত, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির দুঃসময়ের কান্ডারী ও সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোঁকা এলাকায় জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গপুর মাউন্ট এলিজাবেদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন