পাবনায় আদিবাসী পরিষদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৩:৪৩

সরকারি গেজেটে সাংবিধানিক স্বীকৃতি নাম অন্তর্ভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

পাবনা প্রেসক্লাবের সামনে সোমবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বহুকাল ধরে আদিবাসীরা এদেশে বসবাস করছে। কিন্তু অনেক সরকার এসেছে, অথচ আজ অবধি আদিবাসী সম্প্রদায়ের অনেকেই গেজেটে অন্তর্ভুক্ত হতে পারেনি। সমতল ভূমির আদিবাসীরা অবিলম্বে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান।

বাগদী, রুহিদাস, মালি, রাজবংশি, বানিয়াস, মন্ডল (বিনদি), ঘাটমাঝি, সরদার, মালপাহাড়ী, সিং, সুহানি, মাহাতো, রবিদাস প্রভৃতি সম্প্রদায়কে গেজেটে অন্তর্ভুক্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

এসময় বক্তব্য দেন- জেলা আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুবল চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আশিক কুমার বানিয়াস, সাংগঠনিক সম্পাদক চান্ডি কুমার বানিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র বাগদি, আদিবাসী ভূমিহীন ও ছাত্র পরিষদের নেতা যথাক্রমে অজিত কুমার সরদার, দীপক কুমার সরদার, সচিন রবি দাস, রবিন চক্রবর্তী, ইয়াকুব হোসেন, সঞ্জয় কুমার, সাইফুল ইসলাম, বুদন সোহাজি, অমল কুমার দাস, সুশান্ত মুন্ডারী প্রমূখ।

বক্তারা উল্লিখিত বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :