বিএনপি একটি মাদ্রাসাও করেনি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৫:২৪

বিএনপি তাদের শাসনামলে দেশে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেনি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নিজেদের ধান্দা করেছে; মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কোনো কাজ করেনি। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যেসব কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রী তা তুলে ধরেন।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ‘ফাজিল অনার্স শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে এখন তিন লাখেরও বেশি মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে। এর জন্য রয়েছেন আমাদের ২৬ হাজার শিক্ষক। এর সাথে আমাদের সরকার এক হাজার ৩৩২টি নতুন মাদ্রাসা তৈরি করে দিয়েছে। এর সাথে আরও এক হাজার ৮০০টি মাদ্রাসা ভবন আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিএনপি সরকারের আমলে একটি মাদ্রাসাও তারা তৈরি করেনি। তারা সবসময় লুটপাটের ধান্দায় ছিল। নিজেরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে সারা বিশ্বকে দেখিয়েছে। তারা লুটপাটে ব্যস্ত থাকায় দেশকে মধ্যম আয়ের দেশে তৈরি করে দিয়ে যেতে পারিনি। আমরা ২০৪১ সালের মধ্যে ইনশাল্লাহ মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হবো।’

মন্ত্রী বলেন, ‘আমরা দেশে নতুন আরও মাদ্রাসা ভবন তৈরি করে দিচ্ছি। আমরা শিক্ষকদের অনুরোধ করব আপনারা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজিসহ অন্যান্য বিষয়ও পড়ান। কারণ তারা আরবির পাশাপাশি কিছু না শিখলে দেশকে কীভাবে জানবে? অনেকে বলে থাকে মাদ্রাসা হলো জঙ্গিবাদের কারখানা। এটা সম্পূর্ণরূপে ভুল কথা। এটা হতে পারে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :