মানিকগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

‘জঙ্গিবাদ রুখব’, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’- এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে বের হওয়া একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মহিদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খান ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি গোলাম মহীউদ্দীন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরোট্রলারেন্স জারি করেছেন।
তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা সকলকে এক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন