বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন নির্মাতা ফাহাদ

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন মো. ফাহাদ। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাট্য বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম মো. ফাহাদের হাতে পুরষ্কার তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ ফাহাদ বলেন, ‘আমি খুবই অভিভূত ও আনন্দিত। আসলে দর্শকই হইছে একটা নাটকের প্রকৃত বিচারক, সেই দর্শকদের জন্যই আমার এই সম্মাননা উৎসর্গ করলাম এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য আমার প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।’
এবার বাবিসাস ‘২৩-২৪’ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা।
বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।
সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএম)

মন্তব্য করুন