ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় নারীর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ১৩:০৯
অ- অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় সেলিনা আক্তার পিয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী নোমান মিয়া গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার পিয়া ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা এলাকার নোমান মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোমান মিয়া তার স্ত্রীকে নিয়ে ত্রিশাল থেকে মোটরসাইকেলে ভালুকার দিকে যাচ্ছিলেন। নিশিন্দা এলাকায় এলে একটি সিএনজির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। পরে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল যাত্রী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। আহত নোমান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ বছরেও সংস্কার হয়নি মুন্সিরহাট-উভারামপুর সড়ক
আদালতে পলকের কান্না, মৃত্যু সংবাদ শুনেই ভেঙে পড়েন সাবেক প্রতিমন্ত্রী
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা