ভয়ংকর সাইবার হামলা ইলন মাস্কের এক্সে

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ০৯:৪১
অ- অ+

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভয়ংকর সাইবার হামলা হয়েছে। তিনিই নিজেই এক পোস্টে সাইবার হামলার কথা জানিয়েছেন।

তবে ইলন মাস্ক বিরাট সংকটের মুখে। এখন কারা ঘটালো এই অসাধ্য কাজ? জানা গিয়েছে হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম এক্স-এর উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে, এই গ্রুপটিই অন্যান্য হ্যাকার গ্রুপের সাথে মিলে আমেরিকার দুটি প্রধান বিমানবন্দর, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার হ্যাক করে এবার তাদের নিশানায় এক্স।

সোমবার (১০ মার্চ) ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। এরপর তড়িঘড়ি বিবৃতি দেন ইলন মাস্ক। তিনি জানান, ভয়ঙ্কর সাইবার হামলার মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কুখ্যাত প্যালেস্তাইন হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে সাইবার হামলার দায় স্বীকার করেছে।

মাস্ক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 'এক্স-এর উপর ভয়ঙ্কর সাইবার হামলা হয়েছে। এক্স-এর উপর প্রতিদিন সাইবার আক্রমণ চালানো হচ্ছে, কিন্তু এবার এক্স-কে বৃহৎ পরিসরে টার্গেট করা হয়েছে। এটা ভয়ঙ্কর সাইবার অপরাধী গোষ্ঠীর কাজ, এর সঙ্গে কোন দেশ জড়িত? তা যাচাই করা হচ্ছে'।

সোমবার সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না বলে রিপোর্টও করেছিলেন। শুধু যুক্তরাজ্যেই প্রায় ৮ হাজারের বেশি ব্যবহারকারী এক্সে প্রবেশ করতে পারেনি বলে রিপোর্ট করেন।

এরপরেই ইলন মাস্ক এক্স পোস্টে জানান, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে’। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল।

সাইবার হামলার দাবি করলেও ইলন মাস্ক কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।

(ঢাকাটাইমস/১১ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা