দীর্ঘ সাত বছরের প্রেম, আজ বিয়ে করছেন রাজীব-মেহজাবিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫
অ- অ+

প্রেমের সম্পর্কে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব- এমন গুঞ্জন দীর্ঘ সাত বছরের। কিন্তু কেউ কখনো এ নিয়ে মুখ খোলেননি। অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসছেন রাজীব-মেহজাবিন।

বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর বলছে, আজ (সোমবার) ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের অনেকেই। বিয়ের সব প্রস্তুতিই ইতোমধ্যে শেষ হয়েছে।

এর আগে রবিবার একই রিসোর্টে সম্পন্ন হয়েছে রাজীব ও মেহজাবিনের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ছবি তোলা এবং ভিডিও করা বারণ ছিল। এর জন্য মাইক্রোফোনে ঘোষণাও দেওয়া হয়।

গায়ে হলুদের আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে রাজধানীর এক আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে রাজীব ও মেহজাবিনের আকদ বা আংটি বদলের অনুষ্ঠান হয়। এবার পালা বিয়ের।

তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবিন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা