ষড়যন্ত্রময় বাংলাদেশ

আচ্ছা, ষড়যন্ত্র করতে কয়টা যন্ত্র লাগে? ছয়টা, তাই না? এজন্যই নাম ষড়যন্ত্র। কিন্তু চারিদিকে যখন ষড়যন্ত্র চলে তখন কয়টা যন্ত্র লাগে? হাঁ, বাংলাদেশে এখন চারিদিকেই ষড়যন্ত্র চলছে। ‘ক’ এর বিরুদ্ধে ‘খ’ এর ষড়যন্ত্র, ‘খ’ এর বিরুদ্ধে ‘গ’ এর, ‘গ’ এর বিরুদ্ধে ‘চ’ এর, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। ঠিকই শুনছেন, টাইপের ভুলে ভুল বলিনি।
এই দেখুন না, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বলেছিলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অবশ্য তাদের বিরুদ্ধে যে কোনো একটা যন্ত্র কাজ করেছে তার প্রমাণ ক্ষমতা ছেড়ে পলায়ন। মহাশক্তিশালী ছিলো সেই যন্ত্র। তবে সেখানে কয়টি যন্ত্র কাজ করেছে এনিয়ে রয়েছে ভিন্নমত। কেউ সুদূর এক দেশের দিকে আঙ্গুল তুলে বলে যন্ত্র ছিলো একটাই। আবার বিদেশি সেই যন্ত্রের সঙ্গে দেশের ভেতরেও অনেকগুলো যন্ত্র দেখেছে কেউ কেউ।
এরপরও তো ষড়যন্ত্র শেষ হয়নি। এবার রব তুলছেন নতুন ক্ষমতাসীন আর ক্ষমতাভোগীরা। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের নেতারা তো পালিয়েই গেছেন, তাহলে এসব যন্ত্র চালাচ্ছে কারা?
অভিযোগকারীরা বলছেন, আওয়ামী লীগের দেশি-বিদেশি দোসররাই দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আচ্ছা, আওয়ামী লীগের নেতা আর তাদের দোসরদের যন্ত্র চালানোর মুরোদ তো ছয় মাস আগের ৫ আগস্টেই বোঝা গেছে। অন্যদের যন্ত্র চালনার দক্ষতার মুখে মাঠ ছেড়ে পালাতে হয়েছে তাদের। এখন আবার কোন নতুন শক্তিতে যন্ত্র চালাবে? দেশে থাকারই যার মুরোদ নাই সে আবার বিদেশ থেকে ফিরবে?
শুধু আওয়ামী লীগ ফিরিয়ে আনার ষড়যন্ত্র নয়, আরেকটা ষড়যন্ত্র নাকি চলছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এটা সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র। এই যন্ত্রের চালকদের নিয়ে কিন্তু নানা রকম ফিসফাস চলে। কেউ বলে অন্তর্বতী সরকার ব্যর্থ হলে যারা ক্ষমতা নিতে পারবে তারাই এই ষড়যন্ত্রের চালক।
আবার কেউ বলে বর্তমান ক্ষমতাভোগীদের কোন একটা পক্ষ সরকারকে ব্যর্থ দেখাতে চায়, যাতে তারা দ্রুত নির্বাচন দিতে বাধ্য হয়। দ্রুত নির্বাচন হলে ক্ষমতায় আসবে কারা? সেটা সবার জানা। কিন্তু ভাসুরের নাম মুখে আনতে মানা।
এইরে, ষড়যন্ত্র তো আরো আছে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধেও নাকি ষড়যন্ত্র চলছে। এই অভিযোগ করেছেন খোদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের ভেতরের ও বাইরের চালকরা নাকি চালাচ্ছে সেই যন্ত্র। কিন্তু দেশ-বিদেশে কারা সেই যন্ত্রের চালক? তাদেরও নাম নেয় না কেউ। বিএনপির ক্ষমতায় আসা ঠেকিয়ে দিতে পারলে লাভ যাদের, হয়তো তারাই সেই চালক। কিংবা বিএনপির ক্ষমতায় আসা যত দিন-মাস-বছর দীর্ঘায়িত করা যাবে, ততদিনই যারা ভোগ করবে ক্ষমতা, তারাও হতে পারে।
আরও কোনো ষড়যন্ত্রের কথা কারো জানা আছে কি? থাকারই কথা, কারণ দেশে এখন যন্ত্রের ছড়াছড়ি। মনে হচ্ছে পুরো দেশটাই হয়ে উঠেছে ষড়যন্ত্রময়।
(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এমএইচ)

মন্তব্য করুন