নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা এবং স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪
অ- অ+

ডাকাতদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হয়েছেন ছোটপর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রবিবার ভোরে আশুলিয়ার জিরাবোয় অভিনেতার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে তার মা এবং স্ত্রীও আহত হয়েছেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা আজাদের ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

তিনি জানান, আজ (রবিবার) ভোরে কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে।

মা এবং স্ত্রীসহ আজাদ বর্তমানে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তাদের দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব।

তিনি বলেন, ‘আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লেগেছে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।’

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে ‘বিশেষ বৈঠকে’ প্রধান উপদেষ্টা
এবি ব্যাংকের ইফতার মাহফিল
ধর্ষণ নিয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
ঘাটাইলে আগুনে ৯ দোকান পুড়ে ছাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা