বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি,ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ২৩:১০| আপডেট : ১২ মার্চ ২০২৫, ২৩:২৫
অ- অ+

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন- খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) এবং একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১)।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যায়। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে ডিভাইডেড এর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে থাকে। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত দুইজনও নিহত হয়।

এ বিষয়ে নিহতদের বন্ধু জিতু বলেন, ‘শেরপুর থেকে বাসায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায়র খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরা। সেখান থেকে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সেলিম সন্ধ্যা ৭টার দিকে ও রিফাত রাত ১০টার দিকে মারা যায়। ’

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১২মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা