আইপিএলের কারণে পাকিস্তান সিরিজে স্যান্টনার-রবীন্দ্রদের ছাড়াই খেলবে কিউইরা

দু’দিন আগেই ফাইনালে ভারতের কাছ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। সেই ক্ষত শুকাতে না শুকাতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে কিউইরা। আগামী সপ্তাহেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
সেই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে আসন্ন আইপিএলের কারণে নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই খেলতে হচ্ছে কিউইদের। যে তালিকায় আছেন অধিনায়ক মিচেল স্যান্টনারও।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এর আগে গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষেই দ্বিতীয় সারির নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রেসওয়েল। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।
এই সিরিজ মাঠে গড়াচ্ছে আইপিএল শুরুর মাত্র ৬দিন আগে। ১৬ মার্চ হ্যাগলি ওভালে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। আর আইপিএল শুরু হবে ২২ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৬ মার্চ। ফলে দলের প্রধান তারকাদের আইপিএলের জয় ছেড়ে দিয়েই দল সাজাতে হচ্ছে কিউইদের। আইপিএলের জন্য অধিনায়ক স্যান্টনার ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং বেভন জ্যাকবস এই সিরিজে খেলছেন না। আরও পড়ুন: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যত রেকর্ড
এই সিরিজ দিয়ে দলে ফিরছেন টিম শেইফার্ট, ফিন অ্যালেন, জেমস নিশাম, ঈশ সোধি ও বেন সিয়ার্স। কাইল জেমিসন এবং উইলিয়াম ও'রুর্কি সিরিজের স্কোয়াডে থাকলেও তাদের শুধুমাত্র প্রথম তিন টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হবে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), মিচ হে, ম্যাট হেনরি (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও'রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম শেইফার্ট ও ঈশ সোধি।
(ঢাকাটাইমস/১১ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন