শ্রোতাদের চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করার তাগিদ তথ্য উপদেষ্টার

শ্রোতাদের চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।
বেতারের শ্রোতাজরিপের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, ‘বেতার এখনো জনগণের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম উৎস হিসেবে কাজ করছে।’
বেতারের পুরাতন অনুষ্ঠান সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেতারের পুরাতন অনুষ্ঠানগুলো অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে। এর পাশাপাশি শ্রোতার চাহিদা বিবেচনা করে পুরাতন অনুষ্ঠান পুনঃপ্রচার করতে হবে।’
উপদেষ্টা বেতারের অনুষ্ঠানের মানোন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বেতারকে তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তুলতে বেতারের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, প্রধান প্রকৌশলী মুনীর আহমদসহ বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও এবং মাস্টার কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এজে)

মন্তব্য করুন