গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, হত্যাচেষ্টার কারণ জানে না কেউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০
অ- অ+

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। আহত হয়েছেন তার মা ও স্ত্রী।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটায় জিরানি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজাদের পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে দোতলার রান্নাঘরের জানালার গ্রিল কাটার শব্দে আজাদের ঘুম ভেঙে যায়। তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে বিছানা ছাড়েন।

দুর্বৃত্তরা আজাদের তৎপরতা বুঝতে পেরে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তাতে অভিনেতার পায়ে তিনটি গুলি লাগে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহারও আহত হন।

গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা গুলিবিদ্ধ আজাদসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অভিনেতা আজাদের শরীরে তিনটি গুলি লেগেছে জানিয়ে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামান বলেন, বর্তমানে শংকামুক্ত অভিনেতা।

কী কারণে আজাদকে হত্যার চেষ্টা করা হয়, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কেউ। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
আজ শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা