ভূমিদস্যুদের রোষানলে মুক্তিযোদ্ধার পরিবার গৃহবন্দি
কিশোরগঞ্জে ভূমিদস্যুদের রোষানলে পড়েছে এক মুক্তিযোদ্ধার পরিবার। মুক্তিযোদ্ধার পরিবারকে এভাবে গৃহবন্দি করে রাখার প্রতিবাদে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
রবিবার দুপুরে জেলা কালেক্টরেট সড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। এসময় ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মুক্তিযোদ্ধা সাহেদ আলীর পরিবারকে উচ্ছেদ করার লক্ষ্যে স্থানীয় একটি ভূমিদস্যু নানাভাবে তৎপরতা চালাচ্ছে। তারা মুক্তিযোদ্ধা সাহেদ আলীর বাড়ির পানি নিষ্কাশনের স্থানটি ভরাট করে ফেলে। এমনকি বাড়ি থেকে বের হওয়ার পথটিও দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেয়। এ অবস্থায় তারা এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন।
এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন