চবিতে অটোমেটিক ট্রাফিক সিস্টেম উদ্ভাবন

ইব্রাহিম খলিল, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৭, ১৮:২৯

রাস্তার মোড়ের একদিকে যানবাহনের জটলা। আরেক দিকে যানবাহন তুলামূলক ফাঁকা। এমতাবস্থায় সবুজ বাতি জ্বলে উঠবে জটলা লেগে থাকা যানবাহনগুলো যেতে। আর অন্যদিকে ফাঁকা থাকা যানবাহন না যেতে জ্বলবে লালবাতি।

এমন এক অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম উদ্ভাবন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিদ্যা, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম নিয়ে কাজ করা ওই বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী তাসকিন সিহাম সাঈদ বলেন, অটোমেটিক ট্রাফিক সিগন্যালের সুবিধা হল যেদিকের রাস্তায় যানবাহনের জটলা লেগে থাকবে বা জরুরি প্রয়োজনে কোনো অ্যাম্বুলেন্স যাবে সেদিকে চলাচলের জন্য অটোমেটিক সবুজ বাতি জ্বলে উঠবে। আর অন্যদিকে যানবাহন চলাচল না করার জন্য লাল বাতি জ্বলবে।

একই সেমিস্টারের আরেক শিক্ষা মালিহা সুলতানা বলেন, এটির আরেকটি সুবিধা হল বিদ্যুতের অপচয় রোধ করা। সচরাচর বর্তমানে ট্রাফিক যে সিগন্যালগুলো আছে সেগুলো চারটি বাল¡ই জ্বলে থাকে। কিন্তু আমাদের এটি সর্বোচ্চ দুইটি বাল¡ প্রয়োজন অনুসারে জ্বলবে আর নিভবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ব্যতিক্রম ধর্মী এসব উদ্ভাবনের সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এটি সময়োপযোগী উদ্ভাবন। এটি কাজে লাগাতে পারলে আমাদের দেশের সড়কের নৈরাজ্যকর পরিস্থিতি অনেকটা পাল্টে যাবে।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/আইকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :