ফরিদপুরে নদী থেকে আটোচালকের লাশ উদ্ধার
ফরিদপুরের পদ্মা নদী থেকে মামুন সেক নামের আটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার পদ্মা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মামুন সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ইব্রাহিমের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাবুল সেক।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মামুন আটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর রাতে মামুন আর বাড়ি ফেরেনি। শনিবার দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার পদ্মা নদীর পাড়ে গলায় গামছা পেঁচানো একটি লাশ পরে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদদেÍর জন্য মর্গে পাঠায়।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন