রিস্ক নিয়ে লড়াইয়ে নামতে হবে: নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৫৬ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৩২

শিগ্‌গির আন্দোলনের জন্য ডাক আসছে জানিয়ে নেতা-কর্মীদেরকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘রাজপথে নামা আমাদের অনিবার্য দায়িত্ব হয়ে পড়েছে। প্রয়োজনে রিস্ক নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে হবে।’

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় একথা বলেন বিএনপির স্থায়ী মিটির সদস্য। বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মুক্তি দাবিতে এ সভার আয়োজন করে ঢাকাস্থ সিরাজগঞ্জ ছাত্রদলের সাবেক নেতারা।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ এবং ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত সারাদেশে অবরোধ-হরতালের মতো কর্মসূচি দিয়ে রাজপথে ছিল বিএনপি। আর ২০১৫ সালে সরকারের এক বছর পূর্তিতে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামে দলটি। তবে খালি হাতে ঘরে ফেরার পর আর আন্দোলনের কোনো কর্মসূচি দেয়নি দলটি। বিএনপি নেতা বলেন, ‘সারাদেশের মানুষ সরকারের উপর ক্ষুদ্ধ। তারা বিএনপিকে বিকল্প মনে করে। তাই বসে থাকলে হবে না। চেষ্টা উদ্যোগ নিতে হবে।’

নেতা-কর্মীদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘শিগগিরই ডাক আসবে প্রস্তুতি নিন। এই সে লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’

সরকার পতন সময়ের ব্যাপার বলেও মনে করেন বিএনপির এই নেতা। তিনি এও মনে করেন আওয়ামী লীগ একবার ক্ষমতা থেকে সরলে সহজে আর ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, ‘বাকশাল করে রক্ষীবাহিনী দিয়ে নির্যাতন নিপীড়ন করার কারণে ৭৫ এর পরে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে ২১ বছর লেগেছে। এখন অত্যাচারের মাত্রা আরো বেশি। জোর করে ক্ষমতায় ধরে না রাখলে এবার ভোট হলে ক্ষমতায় আসতে কত বছর লাগে তার হিসেব নেই।’

বিএনপি গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করে দাবি করে নজরুল বলেন, ‘আমরা মনে করি নির্বাচনই জনগণের সিদ্ধান্ত দেয়ার মাধ্যম। কিন্তু আওয়ামী লীগের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা অভ্যাসে পরিণত হয়েছে।’ ঢাকাটাইমস/২৩এপ্রিল/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :