লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমসম
| আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৮:০৬ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ১৩:৩৮

‘লেভেল প্লেইং ফিল্ড’ ও নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া বিএনপি কোন অবস্থাতেই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘লেভেল প্লেইং ফিল্ড ছাড়া দেশে আর কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বিএনপি কখনও নির্বাচনে অংশ নেবে না।’

শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিএনপির মহাসচিব এ কথা বলেন। সদ্যঘোষিত ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিয়ার সমাধীতে শ্রদ্ধা জানাতে আসেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছে জনগণের ওপর। এই সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন হয় নাই। সুতরাং লেভেলে প্লেয়িং ফিল্ড ও নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

বিএনপি এখন আন্দোলন করার মতন সাংগঠনিক অবস্থায় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি কতটুকু পারে আর কি পারে না অতীতে অনেক প্রমাণিত হয়েছে। বিএনপির জনপ্রিয়তা অনেক দেখেছে জনগণ। এই সরকার পুলিশ ছাড়া একটা নির্বাচন করুক দেখা যাবে কারা বেশি জনপ্রিয়।’

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড ও সহায়ক সরকার ছাড়া বিএনপি কখনো নির্বাচনে যাবে না। বিএনপিকে নির্বাচন নিতে হলে নির্বাচনকালীন সহায়ক সরকার এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে।’

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/জিএম/কেএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :