হবিগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ তিন

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ২১:৫৪
অ- অ+
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পৃথক নৌকাডুবিতে তিন ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বালিখাল থেকে ধান নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে মেওতৈল নামকস্থানে একটি নৌকা ডুবে যায়। এতে রঞ্জন দাস (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হন।

তিনি বানিয়াচং উপজেলার আদমনগর গ্রামের চানধন দাসের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে কাজ করছে।

এদিকে একই সময়ে উপজেলার মক্রমপুর ইউনিয়ের হাওরে একটি ছোট যাত্রীবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে নৌকার যাত্রীরা দাবি করেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আমরা শুধু মাত্র বালিখাল এলাকায় বালিখাল নদীতে একটি নৌকা ডুবির খবর পেয়েছি। সেখানে আমাদের একটি টিম পৌঁছে কাজ করছে। তবে মক্রমপুরে কোনো নৌকাডুবির খবর আমরা পাইনি।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা