ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে শ্রীপুর স্টেশনে রাখা হয়েছে।
শনিবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গোসিঙ্গা সিটপাড়া এলাকার হযরত আলী ও তার স্কুলপড়ুয়া মেয়ে আশা। নিহত আশা স্থানীয় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
শ্রীপুর স্টেশনের মাস্টার মো. শাজাহান জানান, সকালে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশ দিয়ে মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলেন হযরত আলী। রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/এলএ
মন্তব্য করুন