তারেকের বিরুদ্ধে আরেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
সরকারবিরোধী আন্দোলন চলাকালে ২০১৫ সালে গাজীপুরে গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের নাশকতার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এই পরোয়ানা জারি করেন। ২০০৮ সাল থেকেই যুক্তরাজ্যে অবস্থান করা তারেকের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার মামলায় দ-প্রাপ্ত তারেকের বিরুদ্ধে নাশকতা, মানহানি, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও দুর্নীতির আরও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
মামলায় অভিযোগ করা হয়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় আসলে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ যোগান ও উস্কানি দিয়েছেন তারেক রহমান। তিনি লন্ডনে অবস্থান করলেও গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ২০১৫ সালের ২১ জানুয়ারী গাজীপুরের হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেন।
এ ঘটনায় এ এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট পুলিশ তারেক রহমান, তার সহযোগী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি মেয়র মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিসহ বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরপর দীর্ঘদিন মামলা চলাকালে আসামিরা পলাতক থেকে আদালতে হাজিরা না দেয়ায় মঙ্গলবার দুপুরে আদালত তারেক রহমান, লুৎফর রহমান বাদল ও মঞ্জুরুল আহসান রনিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ডব্লিউবি
মন্তব্য করুন