চিকুনগুনিয়া: ডিসিসির মশার ওষুধ দিনে তিনবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৩:৪৩

ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনে দিনে তিনবার ওষুধ দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘আমরা যেখানে দিনে একবার মশার ওষুধ দিতাম, আজ রবিবার থেকে আমরা কমপক্ষে তিনবার ওষুধ দেব।’

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচি উদ্বোধনকালে সাঈদ খোকন এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা আজকের মধ্যেই কীভাবে চিকুনগুনিয়া বন্ধ করা যায় তার একটি পরিকল্পনা নির্ধারণ করব। এরমধ্যে আমরা যে কাজটি করতে যাচ্ছি তা হলো আমরা আজ থেকে ক্র্যাশ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে তুলব।’

মেয়র বলেন, ‘বর্ষা মৌসুমে এডিস মশা দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির আঙ্গিনা, ভাঙা জায়গা কিংবা ছাদে কোথাও যদি পানি জমে থাকে সেই পানিতে এডিশ মশা জন্মায়। এ বিষয়ে আমরা জণগনকে আরও বেশি সচেতন করে তোলার চেষ্টা করছি।’

সাংবাদিকদের উদ্দেশ্য সাঈদ খোকন বলেন ‘আপনারা জনগণকে সচেতন করার জন্য বড় ভূমিকা পালন করতে পারেন। মানুষ যাতে তাদের আশেপাশের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। পাশাপাশি এই রোগের কারণে মানুষ যাতে কোনো ভাবেই আতঙ্কিত না হয়, সে বিষয়ে প্রচারণা চালানোর অনুরোধ করছি। আজকে আমরা চিকিৎসকদের কর্মপরিকল্পনার মাধ্যমে এডিশ মশা নিয়ন্ত্রণ কার্যকর উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি।’

এসব নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে একটি সেমিনার আয়োজনের কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘এটি একটি জাতীয় পর্যায়ের সেমিনার হবে। এই সেমিনার থেকে যেসব সিদ্ধান্ত আসবে সে বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব। তা গণমাধ্যমেও প্রচারের ব্যবস্থা করা হবে।’

মেয়র খোকন বলেন, ‘চিকুনগুনিয়া একটি নতুন বিষয়। এটি এডিশ মশার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে কার্যকর পরিকল্পনা গ্রহণ করব। চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সাঈদ খোকন আরও বলেন, ‘এই পর্যন্ত সারাদেশে ১৫০ জন রোগীকে শনাক্ত করা গেছে। এই পর্যন্ত কোনো রোগীর চিকুনগুনিয়ার কারণে মৃত্যু ঘটেনি। সাতদিনের মধ্যে এই রোগ সেরে যাচ্ছে। জ্বর চলাকালীন সারা শরীরে এর ব্যথা হয়। প্যারাসিটামল খাওয়ার মাধ্যমে এই ব্যথা উপশম করার সুযোগ রয়েছে।’

মেয়র বলেন, ‘এই চিকুনগুনিয়াকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এই রোগের ব্যাপারে কীভাবে আরোগ্য লাভ করার ব্যাবস্থা্ করা যায় এই ব্যাপারে আমরা ডাক্তারদের সঙ্গে বিশদভাবে আলাপ করব।

(ঢাকাটাইমস/২১মে/এসও/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

পাসের হার ও জিপিএ-ফাইভে মেয়েরা এগিয়ে

যারা ফেল করেছে তাদের গালমন্দ করবেন না: প্রধানমন্ত্রী

রাজধানীর যানজট নিরসনে আন্তঃজেলা বাসের ‘গেটলক’ সিস্টেম চালু, অমান্য করলেই ব্যবস্থা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :