কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: ওবায়দুল কাদেরের ভাগনেসহ দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার

ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠিত হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু ও কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা আক্তার (শিউলি হাজারি) মনোয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার (৫ মে) জেলা মনোনয়ন যাচাই বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। বৈধ ঘোষণা করে ওবায়দুল কাদেরের ভাগনে মঞ্জুসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জনের মনোনয়ন। তবে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
বর্তমানে প্রার্থীদের মধ্যে মাঠে আছেন, চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও আমেরিকা প্রবাসী ওমর আলী।
ভাইস চেয়ারম্যান পদে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন ও মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার ও ফাতেমা বেগম পারুল।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবের রশীদ মঞ্জু জানান, মন্ত্রী মহোদয়ের (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
প্রসঙ্গত; ৩য় ধাপের তফশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।
(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন