'ইসরায়েলকে সর্বোচ্চ সুরক্ষা দিতেই রিয়াদ সম্মেলন'

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মে ২০১৭, ১৭:০৯ | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৭:০৭

ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ সম্মেলনে সম্পর্কে আইআরআইবি’র এক লাইভ টকশো’তে তিনি আরো বলেন, সৌদি আরবের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া, মার্কিন নাগরিকদের জন্য বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি ছিল এ সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুর্বল করতে চায় বলেও উল্লেখ করেন আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, ‘ইসরায়েল বিরোধী প্রতিরোধকে দুর্বল করার লক্ষ্যেই রিয়াদ সম্মেলনে ইরান বিরোধী জোট গঠনের অপচেষ্টা হয়েছে।’

ইরানের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলে সৌদ সরকার সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষতি করতে চায়।’

‘মুসলিম নেতাদেরকে জোর করে ধরে এনে রিয়াদ সম্মেলনের আয়োজন করে সৌদি আরব প্রমাণ করেছে, দেশটি বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে।’

আব্দুল্লাহিয়ান বলেন, ‘মুষ্টিমেয় উগ্র, গোঁড়া ও যুদ্ধবাজ ব্যক্তি বর্তমানে সৌদি আরব শাসন করছে।’

তবে ইরান আগের মতোই মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে কাজ করে যাবে ইরান।’

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২২মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :