খালেদার কার্যালয়ে তল্লাশির খবর জানতেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ২৩:১৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির খবর জানতেন না আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সম্পাদকমণ্ডলীর নেতাদের এ তথ্য জানান। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভায় এ প্রসঙ্গে কথা উঠলে এ তথ্য জানান ওবায়দুল কাদের।

সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বিষয়টি আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি বিষয়টি জানতেন না। এ বিষয়ে আমি নিজেও কিছু জানতাম না বলে জানান ওবায়দুল কাদের।

বৈঠকে খালেদার কার্যালয়ে তল্লাশির প্রসঙ্গ তোলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, ওইদিন আমাদের এত বড় কর্মসূচি বর্ধিত সভা এ ঘটনার কারণে গণমাধ্যমে কাভারেজে মার খেয়ে গেছে। এরপর বিষয়টি নিয়ে অন্য নেতারাও একই মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সকালে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়েই এ অভিযান পরিচালনা করা হয়েছিল। যদিও তল্লাশি করে কোন কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঢাকাটাইমস/২২মে/টিএ/জেডএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :