নির্বাচনে দায়িত্ব পালন শেষে পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ২৩:৫২
অ- অ+

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউপি নির্বাচনে ডিউটি শেষে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ ইন্সপেক্টর মুসলিম উদ্দিন (৫৩)।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জামালপুরের পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউপি নির্বাচনে ডিউটি শেষে ফেরার পথে হঠাৎ পুলিশ ইন্সপেক্টর মুসলিম উদ্দিন হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীরা সাথে সাথে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ইন্সপেক্টর মুসলিম উদ্দিন জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বলে পুলিশ সুপার জানান।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত
দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে: সালাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা