ভোলায় যুবদলের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ০৯:৩২
অ- অ+

ভোলায় ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে জেলা যুবদলের দুই পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে৷ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির কার্যালয় সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহতদের মধ্যে যুবদল নেতা লিয়াকতের অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন যুবদলের সম্মেলনে নিজের লোকদের কমিটির শীর্ষপদে বসানো নিয়ে জেলার দুই পক্ষের নেতাদের মধ্যে বিকালে কথা কাটাকাটি হয়।

সন্ধ্যার পর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন লিটন ও কবির হোসেন সমর্থিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের কর্মীরা লাঠিসোটা ও রড নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে যুবদলের সিনিয়র নেতা লিয়াকত হোসেনসহ উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন।

ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য বিএনপি অফিস ঘিরে রেখেছে।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে৷ সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা