রোজার দিন নির্ধারণে সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০১৭, ১০:১৭| আপডেট : ২৬ মে ২০১৭, ১০:২৩
অ- অ+

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে শনিবার থেকে রমজান মাস শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে রবিবার থেকে রোজা রাখবে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেক্ষেত্রে আগামীকাল এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সেহরি।

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বর বা অন্যকোনো উপায়ে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২৬মে/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা